ঢাকার ধামরাই ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে একটি বাসের ভিতর থেকে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-৪। এসময় ২৮ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেন তারা। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে। রবিবার আটককৃত জুয়ারিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃত হলো, পৌরসভার লাকুরিয়া পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে ডি লিং পরিবহনের কর্মকর্তা শামীম হোসেন (৫৫), একই মহল্লার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ফিরোজ কবির (৩৫), বড় চন্ডাইল মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৫) ও তার ভাই তোবারক হোসেন (৩২), ছোট চন্ডাইল মহল্লার মৃত শাহাবুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪০), উপজেলার দেলধা গ্রামের মৃত কালচাঁন মিয়ার ছেলে মোঃ কালাম হোসেন (৩৫), বড় চন্ডাইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ বাবুল মিয়া (৪৮), পাঠানটোলা মহল্লার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মতিউর রহমান (৪০), যশোর জেলার কেশবপুর থানার খোবদহি গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মোঃ হান্নান (৪০) ও তার ছোট ভাই হাসানুর (৩০), নীলফামারী জেলার ডোমার থানার গোমনাতী গ্রামের তাছমল আলীর ছেলে সুমন আলী (৩২), একই জেলার আবুল হোসেনের ছেলে মোঃ রনি মিয়াসহ (৩৫) ১৫ জন।
র্যাব ৪ এর কোম্পানি অধিনায়ক মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, ১৫ জুয়াড়ির নিকট থেকে ২৮ হাজার ৬৮০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তিন সেট তাস জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল