কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ।
আজ রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সেগুনবাগিচা এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যান্যরা।
প্রতিবাদ সমাবেশে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ অগ্রযাত্রার বাংলাদেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ধৃষ্টতা যারা দেখিয়েছেন বাংলার মাটিতে তাদের ঠাই হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর