নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়া এলাকায় হঠাৎ বিদ্যুৎতের খুঁটিতে আগুন লাগায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ রবিবার দুপুরে পৌরসভার সামনে সড়কের ঠিক উল্টোদিকের খুঁটিতে আগুন লাগে। এতে করে খুঁটিতে প্যাচানো ডিস, ইন্টারনেটসহ নানা সংযোগের অসংখ্য তারে দ্রুত আগুন লেগে পুড়তে শুরু করে। খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সেইসঙ্গে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
নেত্রকোনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খানে আলম খান জানান, খুঁটিতে অতিরিক্ত ওয়াইফাইসহ নানা বক্স ও তার ঝুলানো থাকায় শর্টসার্কিট থেকে হয়তো এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে সময়মতো খবর পাওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সবাই। আশপাশের দোকানপাটগুলো বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
তিনি বলেন, যারা তার লাগান তারা আরও যত্নবান হয়ে খুঁটিতে বক্সগুলো নিয়মিত তদারকি করলে, এমন ভয়ংকর ঘটনা ঘটবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ