কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহানগর যুবলীগ।
রবিবার পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াছ মিয়া ও পার্থ সারথী দত্ত প্রমুখ। মহানগর যুবলীগের মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, মাসুদুর রহমান ও যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল