নোয়াখালীতে ‘বিয়ে উৎসব’ নামে তিন দিনব্যাপী এক ব্যতিক্রমী মেলা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত জেলা শহরের বিবি কনভেনশন হলে এ উৎসব আয়োজন করা হয়। শনিবার রাতে মেলার সমাপনী আয়োজনে ছিল নাচ, গান এবং অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবি কনভেনশন হলের চেয়ারম্যান সুধীর রঞ্জন মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রনাথ মজুমদার, প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) কল্যাণী দেবনাথ এবং মহাপরিচালক হুমায়ুন হাবিব।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, নোয়াখালীতে ইভেন্ট ম্যানেজমেন্টসহ ব্যতিক্রমী নানা আয়োজন নিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়। আগামী বছর আরও বড় পরিসরে এ উৎসবের আয়োজন করার পরিকল্পনা আছে। সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ইভেন্টের মডেল ও টিকটক অভিনেতাদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ