নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা জেলা সংসদ।
জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন, আইয়ূব আলী সহ অন্যরা।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার ১০ উপজেলায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন