রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রের মুখে এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহৃত যুবকের নাম-সুই প্রু চিং মারমা (৩৫)। আজ সোমবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার জন্য মারমা লিবারেল পার্টিকে দায়ী করেছে অপহৃতের পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়ায় ১০ থেকে ১২ জানের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হানা দেয়। এসময় সুই প্রু চিং মারমা নিজ ঘরে ঘুমিয়ে ছিল। পরে সশস্ত্র সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে বের করে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
এব্যাপারে রাজস্থলী থানার কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল আহমেদ খাঁন জানান, অপহরণের ঘটনার খবর শুনেছি। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনও অভিযোগ আসেনি থানাতে। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ