নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। আজ সোমবার দুপুরে আটককৃত যুবক (২০) আরিফ হোসেনকে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ।
কেন্দুয়া থানার পুলিশ জানায়, উপজেলার পৌর শহরের কান্দিউড়া গ্রাম এলাকা থেকে গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে আরিফ হোসেনকে (২০) আটক করা হয়। আটক যুবক উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সে মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আরিফ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা পায় পুলিশ। এসময় তার সাথে থাকা অন্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেন্দুয়া থানার এএসআই রহমত আলী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ