কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মিরাজুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য শেখ হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন