চাঁদপুরের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সহকারি ভূমি কমিশনার মারধরের শিকার হয়েছিলেন। প্রায় দশবছর আগের সেই ঘটনায় চাঁদপুর বিচারক আদালতের এক রায়ে একজন পৌর কাউন্সিলরসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেনের আদালতের এ মামলার রায় প্রদান করা হয়। মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- কচুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাাহ আল মামুন (৩৬)। স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার (৪২) পিতা মান্নান সরকার, ইমরান হোসেন (৪০) পিতা আঃ ছাত্তার, সোহাগ হোসেন (৩৫) পিতা হারুনুর রশিদ এবং মো. বিল্লাল (৪২)পিতা আ. রব। আদালতে রায় ঘোষণার সময় অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন। এই রায়ে ১নং অভিযুক্তকে ৪ বছর এবং অপর ৪ জনের প্রত্যেককে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, বিগত ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালিন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অভিযুক্তদের হাতে মারধরের শিকার হন। ওই ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ আদালতে ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় বিচারক ৩ জনকে খালাস প্রদান করেন।
সংলিষ্ট আদালতের এপিপি দিরান ইয়ারিন মেহেবুব জানান, এ মামলায় অভিযুক্তদের গ্রেফতার করার পর থেকে এই রায় কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ