অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকল চালুসহ ৬ দফা দাবিতে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট ৬ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি পেশ করেছে আখ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার দুপুর ১টায় সেতাবগঞ্জ চিনিকল আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলুর নেতৃত্বে আখচাষী কল্যাণ সমিতির একটি দল মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকল চালুসহ মিলের আখ চাষীদের নিকট থেকে ৫০ দিনের মধ্যে আখ ক্রয়, আখ সরবরাহের ৩ দিনের মধ্যে ক্রয়মূল্য পরিশোধ, ফার্মের আখের পুর্বেই চাষীদের আখ সরবরাহ নিশ্চিত করণ, চাষীদের আখ লাগানো ঋণ পর্যায়ক্রমে কর্তন ও আখ পূর্বের ন্যায় মিল গেটে ক্রয় করার দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করা হয়।
এসময় আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হামিদার রহমান, আখচাষী আকতার আলী, ওবায়দুল হক, আব্দুল্লাহ আল মামুন. অধ্যক্ষ ইজামুল হক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন