শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঝিনাইদহে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন করে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন