শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার রাত ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন তালুকদার, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও আজমীন নাহার।
এছাড়াও কৃষক লীগ নেতা আব্দুল হালিম জমাদ্দার, মাষ্টর সাইদুর রহমান ও তাতীলীগ নেতা শহিদুল ইসলাম বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ