যথাযথ মর্যাদায় ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, মোমবাতি প্রজ্বলন, শহীদদের স্মরণে নীরবতা পালন, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে নগরীর থানাঘাটস্থ শহীদ বধ্যভূমিতে পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি’র নেতৃত্বে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ এর নেতৃত্বে রেঞ্জের পুলিশ কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের নেতৃত্বে বীর মুক্তযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, কামাল পাশা, সেলিম সরকার রর্বাটসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের সচিব রাজিব সরকার এর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে প্রদীপ জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন