ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ফালাক নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফালাক শহরের আশ্রম পাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে।
রবিবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু ফালাককে শনিবার রাতে শ্বাসকষ্টজনিত রোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অক্সিজেন শেষ হয়ে গেলে শিশুরটি পিতা দায়িত্বরত নার্সদের হাত জোড় করে অনুরোধ করলে তারা কোন পাত্তা না দিয়ে অন্য রুমে চলে যান। ১৩ ডিসেম্বর সকালে শিশুটির অক্সিজেনের অভাবে মারা যায়।
শিশুটির বাবা ফয়সাল মাহমুদ বলেন, হাসপাতালে অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়েকে হারালাম। হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় তারা শিশু ফালাককে রংপুরে নিয়ে যেতে পারেননি। এ অবস্থায় রবিবার ভোরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ফালাকের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। অবস্থা দেখে বিকল্প সিলিন্ডার সংগ্রহ করে দিতে ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের বারবার অনুরোধ করার পরও তারা তা কানে তোলেননি। পরে তারা সিলিন্ডার সংগ্রহ করতে যায়। কিন্তু সকাল আটটার দিকে ফালাক মারা যায়। সময়মতো অক্সিজেনের ব্যবস্থা করা গেলেই মেয়ে এভাবে মারা যেত না।’
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নেই। কনসিলেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। রাতে শিশুটিকে কনসিলেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ঘণ্টা কয়েক চলার পর মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর অন্য ওয়ার্ড থেকে আরেকটি অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করে আনতে সময় লেগে যায়। এর মধ্যে শিশুটির অবস্থার আরও অবনতি হয়। পরে সকাল আটটার দিকে শিশুটি মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন