নীলফামারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর খানবাড়ি এলাকার খয়বার হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৯) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ঢুলিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মোরশেদুল ইসলাম (২৬)।
র্যাব নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকার সাদেকুল ইসলামের হোটেলে চালানো অভিযানে ইয়াবা, দুইটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ পাঁচ হাজার টাকা সহ তাদের আটক করা হয়।
র্যাব নীলফামারী ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা এটি স্বীকার করেছেন। এ ব্যাপারে তারাগঞ্জ থানায় মামলা করে গ্রেফতার ব্যক্তিদের মঙ্গলবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর