ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার খাড়েরা ও শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সোনারগাঁও গ্রামের রমজান মিয়া (২৮), খাড়েরা গ্রামের আল আমিন (৩০), মনকাশাইর গ্রামের লোকমান হোসেন সুজন (৩০) ও শিকারপুর গ্রামের ইয়ার হোসেন (২১)। এদের মধ্যে লোকমান হোসেনের বিরুদ্ধে কসবা থানায় একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, এলাকায় চুরি-ডাকাতি যেন না হয় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত ও সন্দেহভাজন ডাকাতদের গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা