বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বরিশাল অঞ্চলে চাষ উপযোগী রবি ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের রহমতপুর বিনা উপকেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণে সদর উপজেলা, বাবুগঞ্জ ও উজিরপুরের ৮০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
ভার্চুয়াল পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন এবং বরিশাল কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম।
এছাড়া বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ইনচার্জ খলিফা শাহ্ আলম, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ-বিন রফিক।
প্রশিক্ষন কর্মশালায় বিনা উদ্ভাবিত বরিশাল অঞ্চলে চাষ উপযোগী রবি ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি শীর্ষক কৃষকদের বাস্তব ধারণা দেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা