পঞ্চগড়ে চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, সাবেক ছাত্রনেতা লিহাজ উদ্দীন মানিক।
এছাড়া পঞ্চগড় চিনিকল ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সহ-সভাপতি রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নবীর হোসেন খান প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই