মুজিববর্য উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টের আয়োজন করেছে শ্রীমঙ্গল উপজেলা অফিসার্স ক্লাব।
বৃহস্পতিবার রাতে উপজেলা কমপ্লেক্স’র ব্যাডমিন্টন কোর্টে এ টুর্নামেন্ট শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ চা গবেষণা ইস্টিটিউটের পরিচালক ড. মো. আলী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুল আনাম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লার সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায়, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল ও সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল প্রমুখ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৪ টিম অংশ নেবে। এগুলোর নাম দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন দিবসের তারিখ অনুসারে। এ গ্রুপে রয়েছে টিম ১৯৫২, ২৬ মার্চ, ১৯৭২, ১৯৭১, ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪ ও টিম ১৯৭০। আর বি গ্রুপে রয়েছে টিম ১৯৬৯, ১৯২০, ১৭ এপ্রিল, ৭ মার্চ, ১৬ ডিসেম্বর, ১৯৬৬ ও টিম ১০ জানুয়ারি। উদ্বোধনী খেলা শেষে অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন।
বিডি প্রতিদিন/কালাম