দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রনি মার্ডি (২০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রনি মার্ডি (২০) দিনাজপুরের বিরামপুর উপজেলার বুকচি গ্রামের অমিল মার্ডির ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের বারোকোনা নামক স্থানে ট্রাক ধাক্কায় গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন রনিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, রনি মার্ডি ফুলবাড়ী থেকে সাইকেল যোগে সন্ধ্যার আগে বাড়িতে ফিরছিলেন। বারোকোনা নামক স্থানে বিরামপুরগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরতর আহত হন রনি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফুুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা