নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘরসহ পুড়ে শিল্পি খাতুন (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গণি এ তথ্য নিশ্চিত করে জানান, শিল্পির টিনের বসতঘরটির চাল ছিলে ছনের। ঘরের বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে দ্রুত সময়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশিরা টের পেয়ে আগুন নিভিয়ে শিল্পিকে উদ্ধার করে। তার সারা শরীর পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা শিল্পিকে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন