টাঙ্গাইলের সখীপুরে দুই বছরের শিশু রাইসা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে প্রায় দুইশত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় সোমা আক্তার, আরমান খান ও খোদেজা পারভিনসহ অজ্ঞাত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য করেন জেলা সে¦চ্ছাসেবক লীগের নেতা ও প্রভাষক আ. লতিফ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খান রফিক, মনির হোসেন ও রাইসার মা লিপা আক্তার।
রাইসা হত্যাকান্ডে খোদেজা পারভিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়ার ঘটনায় তাকে আবার গ্রেফতার করেতে পুলিশের প্রতি অনুরোধ করেন রাইসার মা লিপা আক্তার।
উল্লেখ্য, উপজেলার হতেয়া কেরানী পাড়া গ্রামে গত সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর প্রতিবেশী আরমান খানের রান্না ঘরে রাইসার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই প্রতিবেশী আরমান খান, স্ত্রী সোমা আক্তার ও তার শাশুড়ী খোদেজা পারভিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবেশী আরমান খান ও স্ত্রী সোমা আক্তার হত্যার কথা স্বীকার করায় খোদেজা পারভিনকে ছেড়ে দেয় পুলিশ। বুধবার সকালে আরমান খান ও স্ত্রী সোমা আক্তারকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। ওই দিন বিকেলে আদালতে গিয়ে তারা রাইসাকে হত্যা করার কথা স্বীকার করে বলে পুশি জানায়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মামলা নিয়ে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়ে। জবানবন্দীতে আসামিরা দুইজনেই দোষ স্বীকার করেছে এবং আর কেউ ঘটনায় সম্পৃক্ত নেই বলে তারা জানায়। এ ছাড়া এখনো এ মামলার তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/আল আমীন