বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ মুক্ত দিবস পালন করা হয়েছে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার চত্বর থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে একুশে পরিষদের উপদেষ্টা শরিফুল ইসলাম খান, কায়েস উদ্দিন ও বিন আলী পিন্টু, সহসভাপতি রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন