ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রমজান বিজয়নগর উলজেলার পত্তন ইউনিয়নের বড়-পুকুরপাড় গ্রামের শুক্কু মিয়ার ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ এলকায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল রমজান। খেলার জন্য সংযোগ আনা বৈদ্যুতিক লাইনের তার হঠাৎ ছিড়ে রমজানের উপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। দায়িত্বে থাকা জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারটি ছিড়ে রমজানের উপর পড়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ