রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতের নাম- পাইওখ্যই মারমা (৪৫)। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার ভোর রাতে কাপ্তাই উপজেলার চিৎমরম মৈইদং পাড়ায় এঘটনা ঘটে। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটির নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানান যায়, কাপ্তাই উপজেলার চিৎমরম মৈইদং পাড়ায় হানা দেয় এক দল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এসময় চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমা নিজ ঘরে ছিল। পরে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে বের করে অস্ত্রের মুখে নিয়ে যায়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে যুবলীগ নেতা অপহরণের ঘটনার অভিযোগের পর অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের খবরের পর কাপ্তাই চন্দ্রঘোনা থানার (তদন্ত কর্মকর্তা) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অপহৃত যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে উদ্ধারে এলাকায় তল্লাশি চালায়। একই সাথে কাপ্তাই জোনের সেনাবাহিনী অপহৃত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
অন্যদিকে সকালে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ড এর যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বিক্ষোভ মিছিলটি চিৎমরম বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিৎমরম বাজারে এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এসময় কাপ্তাউ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হানিফ, সাবেক সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা, সম্পাদক নুরুল আলম চৌধুরী ও চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।
সামবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী অভিযোগ করে বলেন, এ ঘটনার পিছনের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের সশস্ত্র গ্রুপের হাত রয়েছে। তারাই চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত না দিলে জেএসএসের বিরুদ্ধে আন্দোলনে নামবে আওয়ামী লীগ।
অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উপজেলা যুবলীগ নেতাকে উদ্ধারের জন্য প্রশাসন প্রতি জোর দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত