গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গাজীপুর-৩ আসনের সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের জয়দেবপুর (উত্তর ছায়াবীথিতে) তার বাসভবনে শ্রীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, সাংবাদিকরা সমাজে ঘটে যাওয়া সকল প্রকার অসংগতি ও নেগেটিভ ঘটনা তুলে ধরবে এমনটা যেন না হয়। ভালো কাজ এবং পজিটিভ বিষয় তুলে না ধরলে ওই প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তি এসব কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। প্রয়োজনে তার কোনো কাজে অসংগতি পেলে সেটাও তুলে ধরার আহ্বান জানান তিনি।
এসময় সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), সহ-সভাপতি আনিছুর রহমান শামীম (বাংলাদেশ জার্নাল), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদন), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), কোষাধ্যক্ষ মোক্তার হোসেন (গণমুক্তি/আগামী নিউজ)।
আরও উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক আকন্দ (মানবজমিন), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান (আমাদের নতুন সময়)।
বিডি প্রতিদিন/এমআই