দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষেতের জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে নাইম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শিশু নাইমের বাবা শরিফুল ইসলাম পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এসময় পাওয়ার টিলারের উপরে বসে ছিল নাইম। একপর্যায়ে নাইম পড়ে যায়। এতে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই