হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত চন্দন চন্দ্র পোদ্দারের পুত্র দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও এলাকার সফির উদ্দিনের পুত্র জুলহাস উদ্দিন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি (অটোরিকসা) ও টমটম (ইজিবাইক) হবিগঞ্জ যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর ৩৯তম বিসিএসএর একজন কর্মকর্তা। তার স্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে কোর্সে আছে। তাদের ৬ মাসের এক সন্তানও রয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করে শুক্রবার সকালে সে স্ত্রী ও সন্তানের কাছে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। সেখান থেকে সে সিলেটের গাড়ীতে উঠার কথা ছিল। কিন্তু স্ত্রী আর অবুঝ সন্তানের পাশে যাওয়ার আগেই সে চলে গেল না ফেরার দেশে। তার এই মৃত্যুতে স্বাস্থ্য বিভাগে নেমে এসেছে শোকের ছায়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ