‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যের আলোকে নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাদিম সারওয়ার।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ব্যাংকের প্রতিনিধি, টিটিসির অধ্যক্ষ, ইউনিয়ন পরিষদের সচিব এবং সাংবাদিকরা
বক্তারা আমাদের এই জনবহুল দেশের জনসংখ্যা কে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য গুরুত্বারোপ করেন। পাশাপাশি দক্ষ জনশক্তিকে বিদেশে প্রতিষ্ঠিত গ্রহণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এমআই