ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২০-২০২১ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
মিলের কেন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবিরের সভাপতিত্বে মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ।
আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
চিনিকল সূত্রে জানা যায়, চলতি আখ মাড়াই মৌসুমে ৫ হাজার ৭৯৩ একর জমির ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা এবং রিকভারি ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ ভাগ।
ফরিদপুর চিনিকলের ৮০০ এবং কুষ্টিয়া চিনিকলের ৩০০ মেট্রিক টনসহ প্রতিদিন মোট ১ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এই মাড়াই মৌসুম ৯৭ দিন চলবে।
বিডি প্রতিদিন/এমআই