‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা ও ভার্চুয়াল সভার অনুষ্ঠিত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম গকুল।
বিডি প্রতিদিন/আল আমীন