বরগুনা এমিপ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক বরগুনা বয়েজকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
গত ২ ডিসেম্বর এই টুর্নামেন্টের শুরু হয়। এতে মোট ৮ দল অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কোয়াব আয়োজন করে এই টুর্নামেন্ট।
বরগুনা বয়েজের হয়ে সর্বোচ্চ ৬৬ বলে ৮৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল। আর ৬১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বরগুনা বয়েজের অধিনায়ক মইনুল ইসলাম।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬১ রান করে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ১৬২ রানের লক্ষে ব্যাট করতে নেমে বরগুনা বয়েজের পক্ষে ৬৬ বলে ৮৭ রান করে আউট হন আশরাফুল।
তার আউটের পরে বিপর্যয় নেমে আসে স্বাগতিক বরগুনা বয়েজের। ধারাবাহিক উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১২৯ রানে অল আউট হয় বরগুনা।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন, কোয়াবের উপদেষ্টা অ্যাডভোকেট সুনম দেবনাথ, কোয়াবের সভাপতি শাওন তালুকদার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আব্বাস হোসেন মন্টু ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সন্জীব দাস।
বিডি প্রতিদিন/এমআই