বগুড়া ওয়াইএমসিএ’র খ্রীস্টিয়ান কর্মচারীদের উদ্যোগে ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে শুভ বড় দিনের আগাম সুসংবাদ প্রদানের জন্য প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।
শুক্রবার সংস্থার পলবেসরা অডিটোরিয়ামে এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে ধর্মীয় প্রশংসা সংগীত, বড়দিনের তাৎপর্য বিশ্লেষণ, কেক কাটা ও মজার পর্বসহ এক ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
বগুড়া ওয়াইএমসিএ-এর সভাপতি মি. দিলীপ মারান্ডির সভাপতিত্বে আলোচনা করেন সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট বার্নাড তমাল মণ্ডল, বগুড়া ওয়াইএমসিএ’র সহ-সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি ও কোষাধ্যক্ষ টমাস অর্পণ মণ্ডল প্রমুখ।
প্রাক বড়দিনের কেক কাটেন সংস্থার সভাপতি মি. দিলীপ মারান্ডি। বড়দিনের তাৎপর্য আলোচনা করেন মি. সুদীপ্ত দেওয়ারী ও সমাপনী প্রার্থনা করেন বগুড়া ওয়াইএমসিএ’র অর্থ সম্পাদক টোনাম সরকার।
সংস্থার সহকারী সাধারণ সম্পাদক হিউবার্ড রিমন মারান্ডির নির্দেশনায় ইয়্যুথ ফোরামের সদস্যরা ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলে অডিটোরিয়াম।
বিডি প্রতিদিন/এমআই