বাগেরহাটের মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন, তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা গ্রামের আলি আজিম ফকির (৪৫), সেলিম গাজী (৩৫) ও মিলন গাজী (২৮)। মঙ্গলবার বেলা ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় এই তিন জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মিস্ত্রিডাঙ্গা গ্রামের একটি মৎস্য ঘের থেকে মাছ চুরির অভিযোগে তাদেরকে গণপিটুনি দেয় এলাকাবাসী। রাতেই ওই তিনজনকে ৯৯৯ নম্বরের মাধ্যমে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ঘের মালিক বিজন মজুমদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
গণপিটুনিতে আহতরা বিজন মজুমদারের ঘের থেকে প্রায় ৯০ হাজার টাকার মাছ চুরি করে নৌকাযোগে পালানোর সময় স্থানীয় পাহারাদার হাতেনাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে মাছ, জাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গণপিটুনিতে আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার