কৃষিতে নারীর অবস্থান, কোভিট-১৯ পরিস্থিতির প্রভাব এবং অভিজ্ঞতা বিষয়ক এক মতবিনিময় সভা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) ও এএলআরডি, ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আশুতোষ কুমার বিশ্বাস।
মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল হুদা, এফডিএর পরিচালক মো. আজহারুল ইসলাম, এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, আভার পরিচালক সুরেশ চন্দ্র হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশার, এএলআরডির এ্যাসিসট্যান্ট কো-অডিনেটর নানজিদা খান রিপা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফএফের পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির। মতবিনিময় সভায় আগত কৃষাণীরা কোভিট-১৯ সময়কালে কৃষি কর্মকান্ডে তাদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে তারা গ্রামীণ কৃষিতে নারীর অংশগ্রহনের বাধাসহ কৃষি পণ্য বিক্রিতে আলাদা মার্কেট নির্মানের দাবী জানান। অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষাণী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন