ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে রব মোল্লা নামে এক আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার জালশুকা গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল মোল্লার ছেলে।
সোমবার সকালে রব মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর আজ মঙ্গলবার সকালের দিকে তিনি মারা যান।
নিহতের বোন সুরুজা খাতুন জানান, তার বাবার ভোগ দখলে থাকা মাঠের কয়েক শতক জমি প্রতিপক্ষের লোকজন দখল করে নেয়। সোমবার সকাল ৭টার দিকে তার বাবা আবুল মোল্লা জমিটা দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ওই সময় বাবাকে বাঁচাতে ভাই রব মোল্লা এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে তারা। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই