সিরাজগঞ্জের বেলকুচি থেকে বিরল প্রজাতির হিমালায় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’র সদস্যরা উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী উত্তরপাড়া থেকে শকনুটি উদ্ধার করেন।
দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, বিকেল ৩টার দিকে ওই এলাকায় শকুনটিকে হাঁটতে দেখে স্থানীয় দোকানদার মনিরুল শকুনটি ধরে বেঁধে রাখে।
পরে বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির আমাকে শকুন আটকের বিষয়টা অবহিত করে। বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সহায়তা শকুনটি উদ্ধার করা হয়।
মামুন বিশ্বাস আরও জানান, এর আগেও সলঙ্গা থেকে একই প্রজাতির আরেকটি শকুন উদ্ধার করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি শকুনটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই