কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সেচ্ছাসেবকদলের কর্মীসভা পুলিশের বাধায় পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার চান্দলা এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক একরামুল করিমের বাড়িতে কর্মী সভা আহ্বান করা হয়।
বিকালে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশ সভাস্থলে পৌঁছে সভার প্যান্ডেল, চেয়ার, টেবিল সরিয়ে নেয়ার কথা বলে। সেখানে কোন প্রকার সভা বা কর্মী সভা না করার নির্দেশ দেন। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এসে সভাস্থলে যেতে চাইলে পুলিশের বাধার মুখে তারা সভার স্থল ত্যাগ করতে বাধ্য হন। তখন কুমিল্লা-মিরপুর সড়কের উত্তর চান্দলা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরামুল কবিরের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহেদুর রহমান চয়ন।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (কুমিল্লার দায়িত্বে) শাহাবুদ্দিন আহমেদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, সভার জন্য অনুমতি নেয়া হয়নি। করোনার আশংকায় জনসমাগম বন্ধ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল