রূপগঞ্জ ও ডেমরা থানা দিয়ে বয়ে যাওয়া বালু নদে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ডেমরার ঠুলঠুলিয়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিলু (৪৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের থানাধীন পশ্চিমগাঁও গ্রামের মৃত খলিল হোসেনের ছেলে জয় হাসান ওরফে মিজান (২২)।
নৌ পুলিশের রাজাখালি ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান ঢালীর নেতৃত্বে মঙ্গলবার বিকালে বালু নদের রাজাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দীকি বলেন, দিলু ও মিজান দীর্ঘদিন ধরেই বালু নদে নৌ-পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন মালবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিল। তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে নৌ-পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার