মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে মূখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জুমের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
বিডি প্রতিদিন/এ মজুমদার