ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মজিবর রহমান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর পুকুর পাড় গ্রামের কাজী ইব্রাহীমের ছেলে।
প্রত্যাক্ষাদর্শীরা জানান, ২টি পাওয়ার টিলার বালু উত্তোলনের জন্য ঘাটের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বাঁশগাড়া বুড়াধাম নামক স্থানে পীরগঞ্জমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলারে চালক মজিবর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় পাওয়ার টিলারে থাকা ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ