রংপুর নগরীত ধান ক্ষেত থেকে মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি নগরীর মধ্য বাবুখাঁ এলাকায়। তিনি লালবাগ হাটে সুপারির ব্যবসা করতেন।
বুধবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট এর পিছনে দোলাপাড়া নামক স্থানে একটি ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ওই স্থানে ফেলা রাখা হয়।
স্থানীয়রা জানান, সকালে ধান ক্ষেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাজহাট থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার