বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার বিকালে মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাস্যি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগের প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
পরে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপল চন্দ্র, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান, নাসির উদ্দিন, কামাল আকন, আছাদুল হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি তালুকদার তারেক রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন