ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ি শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে আটকিয়ে ড্রাইভার ও হেলপারকে লাঞ্ছিত করার অভিযোগে তিন দিন ধরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকাগামী কোন যাত্রীবাহী বাস আসা যাওয়া করছে না। গত বুধবার সন্ধ্যা থেকে এ অবস্থা চলছে। এদিকে কোন রকম নোটিশ ছাড়া শেরপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী সাধারণ। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় যৌথ সংবাদ সম্মেলন করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার শেরপুর ও ময়মনসিংহ বাস শ্রমিক মালিক সমিতি কয়েক বার বসেও বিষয়টির সুরাহা করতে পারেনি। শেরপুর বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ বলেছেন গাড়ি, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গাড়ি চলবে না, এটা যৌথ সমিতির সিদ্ধান্ত।
শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানিয়েছেন বিষয়টি সুরাহা করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথেই কথা হচ্ছে। আজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আসবেন এ নিয়ে কথা বলতে।
বিডি প্রতিদিন/আল আমীন