পাবনা জেলার সকল রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে মালিক- শ্রমিক ঐক্য পরিষদ। ফলে শুক্রবার সকাল থেকে আবার যানবাহন চলছে।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব শুক্রবার সকালে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ছয় দফা দাবিতে পরিবহন মালিক- শ্রমিকরা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট করে আসছিলেন।
বৃহস্পতিবার রাতে বেড়া উপজেলার নির্বাহী কার্যালয়ের সভাকক্ষে পাবনার বাস, ট্রাক, কোচ, মিনিবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দ, পাবনার জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শাহজাদপুরের শ্রমিক নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।
শাহজাদপুরের মোটর মালিকরা সভায় উপস্থিত না হওয়ায় সমঝোতা প্রক্রিয়া পুরোপুরি নিষ্পত্তি হয়নি। তবে জেলা প্রশাসকের অনুরোধে মালিক শ্রমিক ঐক্য পরিষদ আগামী সোমবার পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন