বরগুনার তালতলীতে দুই বোতল দেশীয় চোলাই মদসহ পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। আটককৃতরা হলেন ঠংপাড়া এলাকার মজিবর হাওলাদারের ছেলে নসু হাওলাদার এবং ছাতনপাড়া এলাকার আশ্রাব আলি খানের ছেলে ইমরান খান।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে মালিপাড়া ফারুকের চায়ের দোকানের সামনে থেকে এক লিটার মদসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার লাউপাড়া থেকে ভাড়া মোটরসাইকেলে করে বাংলা মদসহ দুই যুবক তালতলীর ঠংপাড়া এলাকায় যাবে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল মালিপাড়া এলাকার ফারুকের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। সেখানে মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালালে ৫০০ গ্রামের দুই বোতল দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এসময় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে চোলাই মদের বোতলসহ তাদের আটক করা হয়।
তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, মদসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন