সিরাজগঞ্জের তাড়াশে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ১০০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ