গাজীপুরের শ্রীপুরে বাঁশঝাড় থেকে সোহেল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশে বাঁশঝাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই আমজাদ শেখ জানান, বাঁশঝাড়ের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সোহেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাগ করে চলে যান। বলে আসেন, আমি আর বাড়ি আসব না। তবে, কী নিয়ে রাগ করেন, তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা ও মোবাইল পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ