রাঙামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক কাপ্তাই হ্রদে পড়ে চালকসহ নিহত তিনজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি থেকে খাগড়াছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আরাফাত (৩৫), মো. বাচ্চু (২৫) ও মো. জহিরুল (৫০)।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা ওসি মো. কবির হোসেন জানান, নিহতদের মধ্যে ট্রাকের চালক মো. আরাফাতের গ্রামের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। হেলপার মো. বাচ্চুর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায় এবং পাথর মালিক মো. জহিরুলের বাড়ি লালমনিরহাটে। লাশগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি পাথর বোঝায় ট্রাক রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যাচ্ছিল। এসময় ট্রাকটি রাঙামাটি কতুকছড়ি-খাগড়াছড়ি বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি মাঝখানে ভেঙে ট্রাকসহ কাপ্তাই হ্রদে তলিয়ে যায়। এতে চালকসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কাপ্তাই হ্রদ থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক সচল করতে খুব দ্রুত কাজ শুরু করা হবে।
রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের পরিবারে লাশ হস্তান্তরের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এমআই